35085

04/25/2025 চুরি হওয়া শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ

চুরি হওয়া শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ

রাজবাড়ী থেকে

৮ এপ্রিল ২০২৫ ১০:৪৮

রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া দেড় মাস বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছে পুলিশ। এ সময় শিশু চুরির অভিযোগে হালিমা খাতুন (১৮) নামে এক তরুণীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারকে খুঁজছে পুলিশ। আটক হালিমা খাতুন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সোমবার সন্ধ্যার দিকে পাংশার পপুলার ক্লিনিকের সামনে ওই তরুণীকে শিশুটিকে কোলে নিয়ে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা শিশুসহ ওই তরুণীকে আটক করে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যায়। তবে সেনা ক্যাম্প থেকে তাদের থানায় পাঠানো হয়। থানায় আসার পর আমরা ওই তরুণীকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, ঢাকার কমলাপুর থেকে এই শিশুটিকে তার স্বামী তার কাছে দিয়েছে। তার স্বামী এই শিশুকে কোথায় পেয়েছে তা সে জানে না। সে শিশুটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে।

ওসি আরও বলেন, ওই তরুণীর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছি তার চুরির অভ্যাস আছে। ধারণা করা হচ্ছে, সে শিশুটিকে কোথাও থেকে চুরি করে এনে বিক্রির চেষ্টা করেছে। শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে। তরুণীকে আটক করে থানায় রাখা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির পরিবার পাওয়া গেলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কেউ যদি শিশুটিকে চিনে থাকেন তাহলে ‘০১৩২০-১০১৪২১’ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]