35110

04/25/2025 কারাগারের সামনের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কারাগারের সামনের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে

৮ এপ্রিল ২০২৫ ১৫:১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর ও পরনে একটি সাদা পায়জামা রয়েছে। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদরাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]