35128

04/28/2025 দ্রুততম ফিফটির রেকর্ডের সময় যে ভাবনা ছিল ইমনের

দ্রুততম ফিফটির রেকর্ডের সময় যে ভাবনা ছিল ইমনের

ক্রীড়া ডেস্ক

৮ এপ্রিল ২০২৫ ১৮:০৯

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত রোববার নবম রাউন্ডে জয় পেয়েছিল আবাহনী। সেদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রেকর্ডবুকে নাম তুলেছেন দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলে তিনি ব্যক্তিগত ফিফটি করেছেন। এতে লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও এখন এই টাইগার ব্যাটারের দখলে।

আজ (মঙ্গলবার) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই ইনিংস নিয়ে ইমন বলছিলেন, ‘কালকের (রোববার) ইনিংসটায় লক্ষ্য কম ছিল, তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল, কীভাবে দ্রুত শেষ করা যায়।’

রেকর্ড নয়, পরিস্থিতির দাবি মেটানোর ভাবনা থেকেই খেলেছেন ইমন, ‘দ্রুত গতিতে খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল, প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’

ঘরোয়া ক্রিকেটের বাইরে বিশ্বমানের বোলারদের বিপক্ষেও এবার দাপট দেখানোর চিন্তা ইমনের, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে ডমিনেট করা যায়।’

প্রসঙ্গত, দেশের ক্রিকেটে এতদিন দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে তিনি ১৬ বলে ফিফটি করেছিলেন। তার চেয়ে এক বল কম খেলে নতুন রেকর্ড গড়লেন বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন। ম্যাচটিতে শেষ পর্যন্ত তিনি ২৩ বলে ৪টি চার ও ৬ ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]