35170

04/24/2025 সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুকে গ্রেফতার ও বিচারের দাবি

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুকে গ্রেফতার ও বিচারের দাবি

জামালপুর থেকে

৯ এপ্রিল ২০২৫ ১৭:০৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন- সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি সোনা মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী। পরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৫ জুন সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। ওই ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]