35205

04/24/2025 মার্চ ফর গাজা: অন্যরকম এক প্রতিবাদ দেখবে বিশ্ব

মার্চ ফর গাজা: অন্যরকম এক প্রতিবাদ দেখবে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৫ ১০:২০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য নারী-শিশুসহ নানা বয়সী মানুষ। দখলদার দেশটির এমন বর্বরোচিত হামলার ঘটনায় বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বাদ যায়নি বাংলাদেশও। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এর প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, ইসলামী অনেক সংগঠন, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনগুলোও আলাদা আলাদা প্লাটফর্মে ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তবে শনিবার (১২ এপ্রিল) গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে ভিন্নধর্মী এক প্রতিবাদ হতে যাচ্ছে।

কারণ সব রাজনৈতিক দল, সবপন্থী আলেমরা এক প্লাটফর্মে দাঁড়িয়ে গণহত্যার প্রতিবাদ জানাবেন।

শুধু তাই নয়, গাজার সব হারানো মানুষের জন্য টান অনুভব করা অনেক সেলেব্রিটিও সংহতি জানাবেন মার্চ ফর গাজার কর্মসূচিতে।

ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ বাকি প্রস্তুতি শেষ হয়েছে। বিকেল তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে জমায়েত শুরু হবে। যেখানে অল্প কিছু বরেণ্য আলেম ও অন্য অতিথিরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।

সব রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নামবে এমন প্রত্যাশা আয়োজকদের।

এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম ছাড়াও জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

এছাড়াও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, মাওলানা মিজানুর রহমান আজহারী, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবুল কালাম আজাদ বাশার, প্রফেসর মোখতার আহমাদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]