35304

04/25/2025 ময়মনসিংহে নববর্ষ বরণে আনন্দ শোভাযাত্রা, সতর্ক প্রশাসন

ময়মনসিংহে নববর্ষ বরণে আনন্দ শোভাযাত্রা, সতর্ক প্রশাসন

ময়মনসিংহ ব্যুরো

১৪ এপ্রিল ২০২৫ ১১:০৪

ময়মনসিংহে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে দিবস উদযাপন কমিটি। এতে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে রঙিন পোশাকে অংশগ্রহণ করেছে সব শ্রেণিপেশার মানুষ

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা।

এতে নগরবাসীর নজর কাড়তে নাঙ্গল-জোয়াল ও রঙিন পোশাকে গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দু’ধারে ভিড় করে নগরীর উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি নগরীর নতুন বাজার ও টাউন হল মোড় হয়ে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনন্দ শোভাযাত্রায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, বিএনপি নেতা রতন আকন্দ, জামায়াত নেতা কামরুল ইসলাম মিলন'সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে ময়মনসিংহ প্রেসক্লাব। পরে বর্ষবরণের আলোচনা সভা শেষে ক্লাব সদস‍‍্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ক্লাব কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় সর্তক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এ সময় নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সদস্যদের নজরদারি করতে দেখা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, নির্বিঘ্নে বৈশাখ উদযাপনে নগরজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ হবে এই বর্ষবরণ।

অপরদিকে নববর্ষ উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগিতা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সেই সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান জুড়ে বসেছে আবহমান বাংলার ঐতিহ্য মেলা। এতে দিবসটি উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]