35324

04/25/2025 খাগড়াছড়িতে মৈত্রী পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়িতে মৈত্রী পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত

জেলা সংবাদদাতা, খাগড়াছড়ি

১৪ এপ্রিল ২০২৫ ১৪:১৬

মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহাঃ সাংগ্রাইং উপলক্ষে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের সহযোগিতায় সাংগ্রাইং উৎসবের রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।

প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস উদ্‌বোধনী অনুষ্ঠানে বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি তাদের রিতী নিধি সবগুলো পৃথক এবং বৈচিত্র্যপূর্ণ। আজকে মৈত্রী পানি বর্ষণ উৎসবকে গিয়ে মারমা সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা।

উদ্বোধন আগে মারমা উন্নয়ন সংসদ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর হাসপাতাল সড়ক হয়ে আবার মারমা উন্নয়ন সংসদ মাঠে এসে শেষ হয়।

রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) চলাকালে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়। ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]