35388

04/28/2025 ‘সুপারপাওয়ার’ পুরস্কার জিতে কত টাকা পেলেন রিশাদ?

‘সুপারপাওয়ার’ পুরস্কার জিতে কত টাকা পেলেন রিশাদ?

ক্রীড়া ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫ ১০:৫৭

চতুর্থ উইকেটটাও হয়ত পেতে পারতেন রিশাদ হোসেন। সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন ঠিকঠাকই। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না। চলে যেতে হলো বাউন্ডারি লাইনের বাইরে। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারটা হতে হতে হলো না রিশাদের।

কিন্তু তাতে তো বাকি কীর্তি চাপা থাকছে না। স্পেলের প্রথম দুই ওভারেই যে করাচি কিংসের মিডল অর্ডার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশি এই লেগি। শান মাসুদ তারই বলে ক্যাচ দেন উইকেটের পেছনে স্যাম বিলিংসের হাতে। ইরফান খান বিগশট খেলতে গিয়ে ক্যাচ দেন ড্যারিল মিচেলের হাতে। আর আব্বাস আফ্রিদির উইকেটে ক্যাচ নেন জামান খান।

লাহোর কালান্দার্সের হয়ে এদিন রিশাদের বোলিং ফিগার ৪-০-২৬-৩। এদিন দারুণ বোলিংয়ের সুবাদে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন রিশাদ হোসেন। পাকিস্তানি অর্থমূল্যে তিন লাখ রুপির চেক দেয়া হয় বাংলাদেশের স্পিনারকে। বাংলাদেশের আজকের দিনের অর্থমূল্যে যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার সমান।

টানা দুই ম্যাচে ৩ উইকেট শিকার করে উইকেটের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন তিনি। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের 'ফজল মাহমুদ ক্যাপ' এখন তার দখলে। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

রিশাদের মতো ছন্দে আছে তার দল লাহোর কালান্দার্সও। এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। পিএসএলে রিশাদের দল লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]