35472

04/24/2025 মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা সংবাদদাতা, ঝালকাঠি

১৭ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

ঝালকাঠির কাঠাঁলিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে অলিউর রহমান বিশ্বাস (৫০) নামে এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য বজলুর রহমান।

নিহত অলিউর রহমান বিশ্বাস ওই এলাকার মৃত কাছেম আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হয়। বাড়ির পাশে মাঠে গরু আনতে যান অলিউর রহমান। এ সময় বজ্রপাতের আঘাতে মাঠেই পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]