35476

04/24/2025 জাফরুর নতুন সভাপতি আরেফিন, সম্পাদক আকতারুল

জাফরুর নতুন সভাপতি আরেফিন, সম্পাদক আকতারুল

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৫ ১১:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির (জাফরু) নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান আরেফিন অডেন (তৃতীয় ব্যাচ)। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম (৪র্থ ব্যাচ)।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফেরদাউস মোবারক (বিজনেস স্যান্ডার্ড) এবং মো. জাহাঙ্গীর আলম (খবরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (৭১ টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল (মাছরাঙা টিভি), অর্থ সম্পাদক পারভেজ হাসান তরফদার (এজিএম, সোনালী ব্যাংক) মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক আরাফাত সিদ্দিক (বিবিসি অ্যাকশন), যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মো. শফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান (সমকাল), সাংস্কৃতিক সম্পাদক আফসারা তাসনিম (মাস্টহেড পিআর) ও জনকল্যাণ সম্পাদক শামসুল হক শামস (পিআরও, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস খান (সাবেক সভাপতি), মাহফুজ মিশু, যমুনা টিভি (সাবেক সাধারণ সম্পাদক), শাহানাজ সিদ্দিকী সোমা (বাসস), সরদার মহিউদ্দিন (ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান (বাংলাদেশ পুলিশ), জুয়েল কিবরিয়া (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়), যোবায়ের শাওন (অতঃপর শব্দায়ন)ও মাইনুল হোসেন (জাগো নিউজ)।

কমিটি গঠনের আগে জাফরুর সভাপতি রুহুল কুদ্দুস খান সুমনের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহফুজ মিশু অনুষ্ঠানের সঞ্চালনায় করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]