35488

04/24/2025 কাশ্মীর নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

কাশ্মীর নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, ভারতের দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অবৈধ ও বাতিলযোগ্য’। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ইসলামাবাদে শুক্রবার (১৮ এপ্রিল) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান বলেন, দখলকৃত জম্মু ও কাশ্মীরকে ভারতের ‘ইউনিয়ন টেরিটরি’ হিসেবে ঘোষণা দেওয়ার কোনো আইনি বৈধতা নেই।

তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর একটি বিবাদিত অঞ্চল, যা জাতিসংঘ স্বীকৃত। এই অঞ্চলের চূড়ান্ত ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।

এক প্রশ্নের উত্তরে শাফকাত খান জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যের প্রতি ইসলামাবাদ দৃষ্টি দিয়েছে।

তিনি বলেন, ভারতের নেতৃত্ব পর্যায়ক্রমে যেভাবে পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় জড়িয়ে রাখছে, তা অত্যন্ত দুঃখজনক।

শাফকাত খান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যকেও কটাক্ষ করেন, যেখানে তিনি বলেছিলেন, পাকিস্তান নিয়ে তিনি ‘মূল্যবান সময় নষ্ট করতে চান না।

মুখপাত্র বলেন, এই মন্তব্যটাই সবচেয়ে বড় বিদ্রূপ। ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযোগকে ‘অবিরাম কুৎসা প্রচার’ আখ্যা দিয়ে পাকিস্তানের মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদের শিকার হওয়ার যে মিথ্যা গল্প ভারত ছড়াচ্ছে, তা তাদের নিজেদের মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে পারবে না।

তিনি ভারতকে ‘ভিত্তিহীন দাবি’ বন্ধ করে ৭৭ বছর ধরে চলা জম্মু ও কাশ্মীরে ‘বলপ্রয়োগমূলক দখল’ বন্ধ করার আহ্বান জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]