35500

04/24/2025 ফিলিস্তিনিদের দুর্দশাকে যীশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের

ফিলিস্তিনিদের দুর্দশাকে যীশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫ ১৬:৩৮

ফিলিস্তিনিদের দুর্দশাকে যীশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলার নিন্দা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে একজন বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক সম্পর্কে একটি এক্স-পোস্টের প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন, 'যীশুর আবেগ ও মৃত্যুর মুহূর্তে আসুন আমরা ফিলিস্তিনি জনগণের কথা ভাবি, যেখান থেকে তিনি এসেছিলেন, এখন রক্তাক্ত গণহত্যার শিকার।'

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক সাফিয়াকে এই বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। মানবাধিকার সংগঠন এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে হেফাজতে থাকা অবস্থায় তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাকে গুরুতর নির্যাতন করা হয়েছে এবং তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছে।

খ্রিস্টীয় পবিত্র সপ্তাহ পালনের সময় পেট্রোর এই বক্তব্য এসেছে, যা এর 'প্রতীকী' গুরুত্বকে আরও তীব্র করে তুলেছে। কলম্বিয়ার এই নেতা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন স্পষ্ট সমালোচক, বারবার তিনি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]