35518

04/24/2025 বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা প্যাটেল!

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা প্যাটেল!

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০২৫ ১৩:১০

বলিউড তারকা আমিশা প্যাটেল আজকাল সিনেমায় অনিয়মিত। তাই আগের মতো আলোচনায়ও নেই। পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনও গাঁটছড়া বাঁধেননি। এবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দীর্ঘ দিনের বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফেরেন 'গদর ২' সিনেমায় মধ্য দিয়ে। এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল আমিশাকে। সবশেষ গত বছর ‘তওবা তেরা জ্বালওয়া’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে।

অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন ‘কাহো না পেয়ার হ্যা’, ‘ইয়ে জিন্দেগি কা সফর’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওম শান্তি ওম’ এর মতো ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারের সোনালি দিনে একাধিক বলিউড অভিনেতা সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছেন কিন্তু পরিণয় হয়নি। এবার নাকি বিয়ের আগেই মা হচ্ছেন আমিশা! এমন খবরে সরগরম নেটদুনিয়া।

সম্প্রতি সবুজ মনোকিনি (টপলেস বিকিনি) পরিহিত অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসতেই মা হওয়ার গুঞ্জন শুরু হয়। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। এই ছবি দেখে নেটিজেনদের মধ্যে কৌতূহল। ইতিমধ্যেই নানা প্রশ্ন করতে দেখা গেছে পোস্টের মন্তব্যের ঘরে। তবে অন্তঃসত্ত্বার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আমিশা।

১৯৭৫ সালে ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। অভিনয় জীবনে হিন্দি ও তেলেগু দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফ্টস বিশ্ববিদ্যালয়ে জৈব-জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া শেষে খান্ডওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে চাকরি শুরু করেন। চাকরির সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। এরপর দেশে এসে সত্যদেব দুবের থিয়েটারে অভিনয়ের হাতে খড়ি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]