35531

04/24/2025 টিটিতে ‘টি এন্ড টি’ পলিসি

টিটিতে ‘টি এন্ড টি’ পলিসি

ক্রীড়া ডেস্ক

২০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আশি-নবব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় ছিল টেবিল টেনিস। গত কয়েক বছরে অবশ্য টেবিল টেনিসে জুনিয়র পর্যায়ে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এসেছে। ফেডারেশনের অ্যাডহক কমিটি ‘ট্রেইন এন্ড টেস্ট’ পলিসির মাধ্যমে খেলাকে এগিয়ে নিতে চায়। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

টেবিল টেনিস ফেডারেশন বিকেএসপি ও পল্টনস্থ ইনডোর স্টেডিয়ামে এক সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনে রাখতে চায়। খেলোয়াড়দের অনুশীলন রাখার পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পরখও করবে ফেডারেশন।

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ (সনেট) এই নীতিকে ‘ট্রেইন এন্ড টেস্ট’ পলিসি আখ্যা দিয়ে বলেন, ‘খেলাধূলায় প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা অবশ্যই খেলোয়াড়দের প্রশিক্ষণে রাখব। সেখানে ফিটনেসের ওপর বাড়তি জোর থাকবে। প্রশিক্ষণার্থীরা কতটুকু উন্নতি করলেন সেটার জন্য সেটা প্রতিযোগিতার মাধ্যমে যাচাই হবে। আমরা ‘ট্রেইন এন্ড টেস্ট’ পলিসিতে এগুতে চাই।’

টেবিল টেনিসে গত কয়েক বছর জুনিয়র পর্যায়ে বেশ কিছু সাফল্য আসলেও দল নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠত। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়রা ছিলেন উপেক্ষিত। নতুন কমিটি শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের দাবি করে সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিযোগিতা এবং র‌্যাংকিংয়ের মাধ্যমে যারা শীর্ষ খেলোয়াড় তারাই জাতীয় দলে সুযোগ পাবেন। এর কোনো ব্যতিক্রম হবে না। পাতানো খেলা, উশৃঙ্খল আচরণ জাতীয় কিছু হলে আমরা জিরো টলারেন্স। বড় ধরনের শাস্তির ব্যাপারে আমরা ফেডারেশন থেকে রেজুলেশন্স নিচ্ছি।’

গত ২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুর্নগঠন করে। দশ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র‌্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সেই প্রতিযোগিতা থেকেই বাছাইকৃত খেলোয়াড়রা আগামীকাল সাউথ এশিয়ান জুনিয়র টিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নেপাল যাচ্ছে বাংলাদেশ দল।

অ-১৫ ও ১৯ বালক-বালিকা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশ বিগত সময়ে সাফ জুনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই আশা খানিকটা কমই, ‘এবার প্রস্তুতি কম হয়েছে। এরপরও অ-১৯ বালক বিভাগে আমাদের আশা রয়েছে। বিগত সময়ে রামহিম ও হৃদয় বয়সভিত্তিক পর্যায়ে ছিল। এবার তারা নেই’-বলেন কোচ মোস্তফা বিল্লাহ।

চলতি বছর টিটি খেলোয়াড়দের জন্য লিগ আয়োজন করতে চায় ফেডারেশন। পাশাপশি নভেম্বরে ইসলামিক সলিডারিটি ও আগামী বছর জানুয়ারিতে এসএ গেমসেও ভালো করার অভিপ্রায়। বিশেষ করে এসএ গেমসে পদক জয়ের প্রত্যাশা ফেডারেশন কর্তাদের। ইতোমধ্যে কোচদের মান বৃদ্ধির কাজও জোরদার করেছে বর্তমান কমিটি।

টেবিল টেনিস দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া ফেডারেশন। অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের সময় ফেডারেশনের কোষাগারে কোনো তহবিলই ছিল না। ঋণের বোঝা নিয়ে ফেডারেশনের দায়িত্ব নেয় নতুন কমিটি। টেবিল টেনিস ফেডারেশনের বিগত সময়ের আর্থিক বিষয়াদি তদন্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান। তার উদ্যোগেই মূলত আর্থিক সঙ্কটের মধ্যে কর্মকাণ্ড চলছে। খেলাটির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান সভাপতি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]