মার্চে মুক্তি পেয়েছে ডিজনির নতুন সিনেমা “স্নো হোয়াইট”। তবে সিনেমাটি লেবানন মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে, সিনেমাটিতে ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত থাকায় তাদের এ সিদ্ধান্ত। লেবাননের স্থানীয় সংবাদপত্র আন-নাহারের বরাতে খবরটি প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার এ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ঘটনা একবারেই নতুন নয়।
বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী গ্যাদত অনেক আগে থেকেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকায় রয়েছেন। সে কারণে এই অভিনেত্রীর কোনো সিনেমা লেবাননে মুক্তি পায়নি।
শুধু অভিনেত্রী গাল গ্যাদত থাকার কারণেই নয়, অনেক কারণেই মুক্তির আগে থেকেই সমালোচনায় ‘‘স্নো হোয়াইট’’। রূপকথাভিত্তিক এই সিনেমাটির প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল, বরফের মতো সাদা। পর্দায় চরিত্রটি তেমনই দেখতে হবে, এমনটাই আশা করেন ভক্তরা।