35547

04/24/2025 বাংলাদেশে গেম সার্ভার চালু করছে পাবজি মোবাইল

বাংলাদেশে গেম সার্ভার চালু করছে পাবজি মোবাইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ এপ্রিল ২০২৫ ১১:৫৩

বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। শিগগিরই চালু হচ্ছে নিজস্ব গেম সার্ভার। নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স।

পাশাপাশি দেশের প্রথম অফিশিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২৫ এপ্রিল। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।

রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবজি মোবাইল কেবল একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি এখন দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের তরুণ গেমার ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই একাধিক উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।

পাবজি মোবাইল-এর এক বিশেষ উদ্যোগ ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার (WOW) ক্রিয়েশন প্ল্যাটফর্ম’ ইতোমধ্যে গেমারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন। এটি তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে এবং ভার্চুয়াল দুনিয়ায় নতুনভাবে সম্পৃক্ত হতে সহায়তা করবে।

পাবজি মোবাইল-এর সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।”

বাংলাদেশে পাবজি মোবাইল-এর নতুন এই পদক্ষেপ দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রযুক্তি, সৃজনশীলতা ও প্রতিযোগিতার সমন্বয়ে তরুণ প্রজন্মের সামনে উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]