35554

04/24/2025 বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন এই অভিনেত্রী!

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল ২০২৫ ১২:৪৩

বলিউদের অন্যতম আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। নিজের অভিনয় জীবনে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’ সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন।

শাহরুখ খান ও প্রীতি জিনতা থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্যা। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই।

ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলার একটি খবরে এসেছে, এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন দিব্যা। জানালেন, বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো দিব্যাকে। এর পেছনে ছিল অদ্ভুত এক কারণ।

দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। তাই পড়া না করেই ঘুমিয়ে পড়তেন। তখন তার মা বলেছিলেন, এইভাবে পড়াশোনা হবেনা, সোজা হয়ে চেয়ারেৎবসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা মাকে বলেন, তাহলে তাকে বাথরুমেই চেয়ার-টেবিল দেওয়া হোক।

সেই কথা শোনা মাত্রই অভিনেত্রীর মা সেই ব্যবস্থা করে দেন। অতঃপর, বাথরুমে বসেই পড়াশোনা করা শুরু করেন। কারণ, বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিলনা।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনি সেই বছর তার ক্লাসে প্রথম হন। আজও এই কথা ভেবে মজা পান দিব্যা। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]