35605

04/24/2025 এক যুগ পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আইপিএলে

এক যুগ পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আইপিএলে

ক্রীড়া ডেস্ক

২২ এপ্রিল ২০২৫ ১৮:১১

২০১৩ সালে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল। যার জন্য ২০১৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য আইপিএলে নির্বাসিত করেছিল। এক যুগ পর আবারও স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে, আর অভিযুক্ত সেই রাজস্থানই!

আইপিএলের ৩৬ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান-লখনউ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল রাজস্থানের, সেই ম্যাচ ২ রানে হারে। এই হারের পরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি অভিযোগ করেছেন যে রাজস্থান কিছু 'ফাউল প্লে' করেছে। যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্‍কারে জয়দীপ বলেন, একজন শিশুও বুঝতে পারবে যে এই ম্যাচটা ফিক্সড ছিল। শেষ ওভারে যখন ৯ রান দরকার ছিল, সেটাও রাজস্থান রয়্যালস তুলতে পারল না’। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এর তদন্ত করতে হবে।

তাঁর অভিযোগ রাজস্থান ফ্র্যাঞ্চাইজি আরসিএকে ম্যানেজমেন্টে অন্তর্ভুক্ত হতে দিচ্ছে না। তিনি আরও জানান, ‘অ্যাড-হক কমিটির মাধ্যমে নিশ্চিত করা হয় যাতে প্রতিটি ম্যাচ নিরপক্ষে ভাবে হয়। কিন্তু আইপিএল এলেই জেলা পরিষদ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অথচ বিসিসিআই প্রথমে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছিল, জেলা পরিষদকে নয়। এখন অজুহাত দেওয়া হচ্ছে আরসিএর সাওয়াই মানসিং স্টেডিয়ামের সঙ্গে মউ নেই। যদি মউ না-ও থাকে, তারপরেও টাকা দেওয়া হচ্ছে জেলা পরিষদকে’।

৮টি ম্যাচে ৬টি পরাজয়ের পর বর্তমানে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। আগামী ২৪ এপ্রিল বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর ২৮ এপ্রিল তারা মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের বিপক্ষে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]