35733

04/28/2025 বাংলাদেশ নিয়ে কটূক্তি, পানি সরবরাহ বন্ধ করতে বললেন বিজেপি এমপি

বাংলাদেশ নিয়ে কটূক্তি, পানি সরবরাহ বন্ধ করতে বললেন বিজেপি এমপি

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৫

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে ‘সাপ’ হিসেবে উল্লেখ করে কটূক্তি করেছেন তিনি।

তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান। তার মতে কংগ্রেস সরকারের আমলে করা চুক্তিটি ভারতের জন্য একটি ভুল ছিল। হিন্দুত্ববাদী বিজেপির এ এমপি বলেন, “গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। ১৯৯৬ সালে কংগ্রেস সরকার এ ভুল করেছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব। এখন তাদের চূর্ণবিচূর্ণ করা সময় এসেছে।”

এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কথাও উল্লেখ করেছেন ঝাড়খণ্ডের এ মন্ত্রী। এ নিতিশ কুমার বাংলাদেশকে নিয়ে প্রায়ই বিভিন্ন অশোভন মন্তব্য করেন। নিশিকান্ত বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলে আসছেন বাংলাদেশের সঙ্গে আমাদের পানি বণ্টন করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ যতদিন সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করবে ততদিন তাদের পানি দেওয়া বন্ধ রাখা উচিত।”

বাংলাদেশ কবে কখন সন্ত্রাসবাদে সমর্থন জানিয়েছে সেগুলোর কোনো প্রমাণ না দিয়েই এমন মন্তব্য করেছেন নিশিকান্ত দুবে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের চুক্তি স্থগিত করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]