35904

05/05/2025 বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

ক্রীড়া ডেস্ক

৪ মে ২০২৫ ১৩:৩১

গত বছর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ইনজুরির কারণে ছিলেন না শান্ত। ফলে ওই সিরিজটির জন্য বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন দাস। তার নেতৃত্বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল।

তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেই প্রশ্নের এখনও মীমাংসা হয়নি। নতুন করে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ত্ব নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে লিটনই হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। তবে আলোচনায় রয়েছেন তাসকিন আহমেদও। তবে টাইগার এই পেসার গোড়ালির ইনজুরিতে ভুগছেন। কবে মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয়।

এদিকে, আঙুলের চোটে ভুগছেন লিটনও। তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে আসন্ন আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন লিটন। এ ছাড়া লিটন-তাসকিনের সঙ্গে তাওহীদ হৃদয়ের নামটিও ছিল সম্ভাব্য অধিনায়কের তালিকায়। তবে ডিপিএলে একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া তরুণ এই ব্যাটারের প্রতি সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। সবকিছু ঠিক থাকলে সম্ভবত লিটনই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলেনি বিসিবি।

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি টি-টোয়েন্টি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছে বোর্ড।

অন্যদিকে, আগে থেকে কথা ছিল মে মাসে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলবে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। পাকিস্তানের মাটিতে আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ এবং ২০ মে হবে দুটি ম্যাচ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]