36000

05/08/2025 ওড়না পরা নিয়ে কড়া শাসনে থেকেও এই হাল কেন উরফির?

ওড়না পরা নিয়ে কড়া শাসনে থেকেও এই হাল কেন উরফির?

বিনোদন ডেস্ক

৭ মে ২০২৫ ১১:৩৯

আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল উরফি জাভেদকে চেনেন না, এমন মানুষ হয়তো খুবই কম। কারণ নিজের উদ্ভট সকল পোশাক নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হন তিনি, সে থেকেই নেটিজেনদের কাছে পরিচিত। বলা বাহুল্য, পুরো ভারতীয় উপমহাদেশের নেটিজেনদের কাছে বারবার হাসির খোরাকে পরিণত হন এই মডেল; যার নেপথ্যে তার উদ্ভট পোশাক-আশাক।

কিন্তু এই উরফি একটা সময় পোশাক নিয়ে থাকতেন বাধা-ধরার আয়ত্তে। তার পোশাক নিয়ে পরিবার থেকে ছিল কড়াকড়ি নিয়ম। কিন্তু একটা সময় কড়া শাসনে থাকা এই উরফির পোশাকে কেন এত পরিবর্তন, তা এবার নিজেই জানালেন।

সম্প্রতি এক পডকাস্ট শো-তে উরফি জাভেদ জানিয়েছেন, পাঞ্জাবের মেয়ে তিনি, ছোট থেকেই দারুণ কড়া শাসনে বড় হয়েছেন। খোলামেলা পোশাক তো দূরের কথা, রীতিমত গলাবন্ধ থাকে এমন পোশাক পরতে হতো তাকে, নিতে হতো ওড়না। এও জানিয়েছেন, ওড়না একটু সরে গেলেই তার বাবা তার ওপর অত্যাচার করতেন।

এরপর থেকেই স্বাধীন হওয়ার একটা বোধ, চেতনা জায়গা করে নেয় উরফির মনে। তিনি চান স্বাধীনভাবে বাঁচতে, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে। শুধু তাই নয়, এরপর এক বিস্ফোরক কথা বলে ফেলেন এই ভাইরাল কন্যা।

উরফির কথায়, ‘কোনো বাঁধাতে জড়িয়ে থাকতে চাই না। নিজের শরীর ও মন খোলা লাগে আমার। তাই বেশিরভাগ সময় আমি অন্তর্বাস পরি না। অন্তর্বাস পড়লে নিজেকে পরাধীন লাগে। এটা একেবারেই আমার চয়েস।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]