36236

05/14/2025 আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৫ ১৩:১১

সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ীর কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মৃত দুই শিশু হলো- ১১ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী লিমন হোসেন ও ৮ বছর বয়সী মানিক হোসেন। লিমনের বাড়ি পাবনাতে ও মানিকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। দুজনেই পরিবারের সঙ্গে বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো।

উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে স্থানীয়রা আজ সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]