38033

07/01/2025 সত্যিই বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা? যা বললেন অভিনেত্রী

সত্যিই বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা? যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

১ জুলাই ২০২৫ ১১:১৫

বিজয় বর্মার সঙ্গে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তিনি? দঙ্গল নায়িকা ফাতিমা সানা শেখকে নিয়ে বলিপাড়ায় এই জল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই।

অবশেষে যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে সোজা ব্যাটে খেললেন ফাতিমা।

অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা স্পষ্ট জানান, তিনি আপাতত একাই রয়েছেন। পাশাপাশি সফল সম্পর্কের চাবিকাঠি ঠিক কী? সেই উত্তরও দিয়েছেন।

অভিনেত্রীর কথায়, “যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন। সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।”

এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি? প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার! অন্তত আমার জীবনে তো নেই।

রসিকতা করে তিনি আরও জানান, ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে। তার কথায়,“আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার.. কোই ভি নহি হ্যায় (মেরি লাইফ মে)। ফিল্মো মে আচ্ছে হোতে হ্যায়।” (ভাল ছেলে আর নেই... কেউই নেই (আমার জীবনে)। সিনেমাতেই ভাল ছেলে থাকে।)

ফাতিমার এই উত্তরেই আপাতত বিজয়-চর্চায় ইতি পড়ল বলে মনে করছে বলিপাড়ার একাংশ।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]