38162

07/04/2025 চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক ভিডিও, অভিনয় দেখে স্বামী গ্রেফতার

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক ভিডিও, অভিনয় দেখে স্বামী গ্রেফতার

জেলা সংবাদদাতা, কুমিল্লা

৩ জুলাই ২০২৫ ১৪:০২

চোরাই স্বর্ণ পরে এক অভিনেত্রী টিকটক করছিলেন। অভিনয় দেখে ওই অভিনেত্রীর স্বামী মো. সোহেল মিয়াকে (২৯) গ্রেফতার করেছে কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের প্রয়াত আব্দুর রবের ছেলে।

দেবীদ্বার থানার এসআই মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নিত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্ণের গহনা পরে টিকটক করছিল। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মে দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন জুমার নামাজ শেষে দোকান খুলতে যেয়ে দেখেন তার দোকানের তালা নেই। ভেতরে ঢুকে দেখেন শো-কেসের ভেতর প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই।

ওই দিন সন্ধ্যায় চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেডের এক স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে আবু তাহের (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৫) পুলিশের হাতে গ্রেফতার হয়। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে গ্রেফতার হয় স্বর্ণ চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম। আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দিতে বেরিয়ে আসে স্বর্ণ চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সোহেলসহ স্বর্ণ চোরাচালানি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]