38752

12/14/2025 প্রেমিকের মুখ আঁকা টিশার্টে জাহ্নবী কাপুর

প্রেমিকের মুখ আঁকা টিশার্টে জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৫ ১৮:০৭

প্রেমের ক্ষেত্রে রাখঢাকের ন্যাকামি নেই জাহ্নবী কাপুরের। প্রেমিক শিখর পাহাড়িয়া প্রসঙ্গে স্বাভাবিক থাকেন তিনি। বিভিন্ন স্থানে একসঙ্গে ধরা দেন। এবার প্রেমিকের প্রতি প্রদর্শন করলেন বিশেষ ভালোবাসা। শিখরের মুখ আঁকা টিশার্টে দেখা গেল তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উইম্বলডনে টেনিস টুর্নামেন্টে সেমি ফাইনালে দেখা যায় জাহ্নবী-শিখরকে। সেখানেই অভিনেত্রীকে দেখা যায় শিখরের ছবি ও নাম লেখা একটি সাদা রঙের টি-শার্ট পরে।

এরইমধ্যে তা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা অনুরাগীদের মাঝে তৈরি করেছে উন্মাদনা। ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা গেছে শিখরকেও। তার গায়ে ছিল সাদা টি-শার্ট ও ব্রাউন রঙের স্যুট। একে অপরের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন। দুজনে যে বেশ খুশি তা তাঁদের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে।

জাহ্নবী-শিখরের সম্পর্ক অনেকদিনের। মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের মাঝে। পরে মান-অভিমান ভুলে এক হন তারা। জাহ্নবীর বোন খুশি কাপুরের জন্মদিনেও হাজির হয়েছিলেন শিখর।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]