38849

07/18/2025 তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার

তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার

ক্রীড়া ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১৮:০৬

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে নানা বিচিত্র ঘটনা ঘটছে। এক ম্যাচে দুই অর্ধ দুই মাঠে খেলা এবং টুর্নামেন্টের মাঝপথে ভেন্যু বদল হয়েছে। এর মধ্যে আবার ফুটবলারদের বড় শাস্তি দেওয়ার ঘটনাও ঘটল।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশের ফুটবলার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পেয়েছিলেন। লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অনেক সময় এই সংক্রান্ত শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পায়।

সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে। গতকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর সাফ থেকে এই সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে।

সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খানিকটা বিস্মিত। শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফেকে আবার কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফের আর সেই পথে হাঁটছে না। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করছে। সেখান থেকেও সমন্বয় হতে পারে এই জরিমানার অঙ্ক।

আজ বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ফাইনালে সাগরিকা ফিরবেন। নেপালের ডিফেন্ডার সিমরান আগে ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। সাগরিকার সমান শাস্তি পাওয়ায় বাফুফে সাফের সিদ্ধান্তে খানিকটা হতাশ হয়েছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]