38853

07/18/2025 ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই রড মিস্ত্রির মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই রড মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই ২০২৫ ১৮:৪৩

রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫) নামে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

রফিকুল কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকামারি গ্রামের ইউসুফ আলীর ছেলে। অপরদিকে শফিকুল একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে ডেমরা এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা ইউসুফ আলী জানান, নিহতরা দুজনেই রড মিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলের দিকে ডেমরা এলাকার একটি ভবনে রড সোজা করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে লাগলে তারা দুজনই অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে অচেতন অবস্থায় দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই দুই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]