38935

07/21/2025 গোপালগঞ্জে রাতে কারফিউ, দিনে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে রাতে কারফিউ, দিনে ১৪৪ ধারা জারি

জেলা সংবাদদাতা, গোপালগঞ্জ

১৯ জুলাই ২০২৫ ২২:০৮

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউর সময় ১৪ ঘণ্টা শিথিলের পর আরও ১০ ঘণ্টা কারফিউ বাড়ানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বৃদ্ধি করা হয়েছে। ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে কারফিউ বাড়ানোর তথ্য জানানো হয়।

অন্যদিকে ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর। তিনি বলেন, রাত ৮ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]