39231

08/05/2025 জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতির ওপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতির ওপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫ ১২:৪৯

জাতিসংঘের সাধারণ পরিষদ ‘শান্তির সংস্কৃতির ঘোষণাপত্র এবং কর্মসূচির অনুসরণ’ শীর্ষক বাংলাদেশের প্রধান প্রস্তাবটি গ্রহণ করেছে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আন্তঃআঞ্চলিক সমর্থন রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) এই প্রস্তাব গৃহীত হয়েছে ব‌লে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত এই প্রস্তাবটি বৈচিত্র্য, সহনশীলতা, সংহতি এবং অহিংসার মতো মূল্যবোধকে উৎসাহিত করে। এটি শিক্ষা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে শান্তি প্রচারের জন্য দেশগুলোর জন্য একটি কাঠামো প্রদান করে।

অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দৈনন্দিন জীবনে, বিশেষ করে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং দেশগুলোর মধ্যে সহানুভূতির অভাবের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতি লালন করার গুরুত্বপূর্ণ গুরুত্বের ওপর জোর দিয়ে এই প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবটি অঞ্চলজুড়ে ৯৬টি সদস্য রাষ্ট্রের সহ-স্পন্সর ছিল।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]