৪০ লাখের বেশি অবৈধ আফগান বসবাস করেন ইরানে। ইসরাইলের গুপ্তচর আখ্যা দিয়ে ইরান থেকে ১৫ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
নিজ দেশে ফেরত পাঠানো আফগানরা ইরানি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অনেককে ‘ইসরাইলের গুপ্তচর’ তকমা দিয়ে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে।
ফেরত যাওয়া অনেকে অভিযোগ করে বলেন, হোস পাইপ, কাঠের বোর্ড, লোহার রড দিয়ে তাদেরকে পিটিয়েছে ইরানি পুলিশ। আবার কেউ কেউ অভিযোগ করে বলেছেন, ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলেছে।
বিবিসির প্রতিবেদনে খবরে বলা হয়, নির্যাতিতদের মধ্যে একজন হলেন আলি আহমেদ। পরনের শার্ট তুলে পিঠের আঘাতের চিহ্ন দেখানোর সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বলেন, ইরানের কর্মকর্তারা আমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেন। তারা আমাকে মারার জন্য পানির পাইপ ও কাঠের বোর্ড ব্যবহার করেন। তারা আমাদের ওপর পশুর মতো আচরণ করেছেন। আমার মোবাইল ফোন ও অর্থ নিয়ে নেন।
বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই ইরানি প্রশাসন আফগানদের বলির পাঠা বানাচ্ছে। তবে ইরানের দাবি, তারা বিদেশিদের স্বাগত জানালেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা অবৈধ আফগানদের ফেরত পাঠানো হচ্ছে।
ইরানের সরকারি তথ্যমতে, ৪০ লাখের বেশি অবৈধ আফগান তাদের দেশে আছেন। চলতি বছরের মার্চে তাদের স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে বলা হয়।
তালেবান সরকারের তথ্যমতে, শুধু ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৯ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন।