রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলে ৪৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির জরুরি সংস্থা কর্তৃপক্ষ রোববার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর কয়েকদিন পর এটি ঘটলো।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা গেছে, ১৫৫০ সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত হওয়া 'ক্র্যাশেনিনিকভ' আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল স্তূপ বেরিয়ে আসছে।
কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ছাইয়ের বিশাল স্তূপটি ৬ হাজার মিটার (১৯৭০০ ফুট) উচ্চতায় পৌঁছেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, 'আগ্নেয়গিরি থেকে (ছাইগুলো) পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। ছাইগুলো যেদিক দিয়ে যাচ্ছে, সেখানে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই। জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনা রেকর্ড করা হয়নি।'
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে এই অঞ্চলে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে।
গত বুধবার এই অঞ্চলে ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাতের পর সুপ্ত আগ্নেয়গিরিও সক্রিয় হওয়ার ঘটনাটি ঘটে।
গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রাম অনুসারে, ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাত বেশ সাধারণ, কেননা ২০০০ সাল থেকে এটিতে কমপক্ষে ১৮টি অগ্ন্যুৎপাত ঘটেছে।
সাম্প্রতিক দুটি অগ্ন্যুৎপাতই রাশিয়ায় রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটির পরে ঘটে।
বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পেট্রোপাভলভস্কে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের পর থেকে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর প্রভাব ছড়িয়ে পড়ে চীন, জাপানসহ এশীয় কিছু দ্বীপ অঞ্চলে।
এর ফলে সুনামির সতর্কতা জারি করা হয় এবং জাপান থেকে হাওয়াই ও ইকুয়েডর পর্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এতে রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর সুনামির প্রভাবে বিধ্বস্ত হয় এবং একটি মাছ ধরার কারখানা ডুবে যায়।
এসএন /সীমা