39704

08/03/2025 জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা সংবাদদাতা, জামালপুর

৩ আগস্ট ২০২৫ ১৭:০৬

জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর উত্তজিত জনতা তাকে মারধর করে। মারধরে সকাল তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মকবুল হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে জানানো হয়েছে। দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]