39940

08/07/2025 ধানুষের সিনেমার গল্প বদলে দিল এআই, আদালতে যাবেন অভিনেতা

ধানুষের সিনেমার গল্প বদলে দিল এআই, আদালতে যাবেন অভিনেতা

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২৫ ১৩:২০

প্রযুক্তি শুধু আশীর্বাদ না, বিড়ম্বনারও কারণ। এই যন্ত্রণায় ভুগছেন দক্ষিণী সুপারস্টার ধানুষ। তার সিনেমার শেষের ক্লাইম্যাক্স বদলে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের মাধ্যমে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা আদালতের দ্বারস্ত হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৩ সালে মুক্তি পায় ধানুষ ও সোনম কাপুর অভিনীত সিনেমা ‘রঞ্ঝনা’। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। ধানুষ-সোনমের রসায়ন মনে ধরেছিল সবার। বিশেষ করে শেষাংশের ক্লাইম্যক্স মন জয় করেছিল দর্শকের।

এআইয়ের মাধ্যমে ওই ক্লাইম্যাক্স-ই বদলে দেওয়া হয়েছে। দেখানো হয়েছে ছবির শেষে ধানুষের চরিত্র কুন্দন মারা যাচ্ছে না। এরকম ঘটনায় অভিনেতার মতোই ক্ষুব্ধ ছবির পরিচালক। অনুরাগীরাও নেননি ভালোভাবে।

এ প্রসঙ্গে নির্মাতা আনন্দ এল রাই জানিয়েছেন, তিনি ও ধানুষ ছবির ক্লাইম্যাক্সের বদলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। তার কথায়, ”আমি অত্যন্ত উদ্বিগ্ন আমার অন্য ছবিগুলো নিয়েও। ধানুষও। এই ধরনের বহিরাগত হস্তক্ষেপ থেকে আমাদের সৃজনশীল কাজগুলোর পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য আমরা সক্রিয়ভাবে বিচার বিভাগীয় প্রতিকারের দিকে নজর রাখছি।”

নিজের এক্স হ্যান্ডেলে ধানুষ লিখেছেন, ‘এআই দিয়ে ক্লাইম্যাক্স বদলে যেভাবে ‘রঞ্ঝনা’র পুনর্নিমাণ করা হয়েছে, তা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। খারাপ লাগছে। আমার আপত্তি সত্ত্বেও ছবিটি মুক্তি পেয়েছে। এটা একেবারেই ঠিক নয়। আমি ১২ বছর আগে যুক্ত ছিলাম ছবিটির সঙ্গে। এআই ব্যবহার করে অনেকটা বদলে ফেলা হয়েছে। আমি যে ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম সেটা এটা নয়। ভবিষ্যতে এই ধরনের জিনিস পুরোপুরি নিষিদ্ধ করা হবে, এটাই আশা।’

তবে বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করছে না ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড। তেব এর আগে তারা জানিয়েছিল, ছবির কপিরাইট তাদের। এ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]