39949

08/06/2025 প্রবাসীদের দ্রুত রেমিট্যান্স সেবা দিতে বাংলাদেশে চালু হলো না’লা

প্রবাসীদের দ্রুত রেমিট্যান্স সেবা দিতে বাংলাদেশে চালু হলো না’লা

অর্থনৈতিক প্রতিবেদক

৬ আগস্ট ২০২৫ ১৪:৫৫

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান না’লা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরও সহজ করতে বাংলাদেশে এখন পরিষেবা দিচ্ছে না’লা।

না’লা একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারে। অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় না’লা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোcbf ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। এছাড়া, খুব সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত টাকা পাঠাতে পারছেন।

বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে না’লা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সাথে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে না’লা অ্যাপটি চালু আছে যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এই সব দেশে থেকে না’লা-এর মাধ্যমে বাংলাদেশেও এখন টাকা পাঠানো যাবে।

না’লা এর সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে সব বাংলাদেশির অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।

প্রতিটি লেনদেন বৈধ ও সুরক্ষিত রাখতে না’লা এর রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুটি সিস্টেমেই না’লা অ্যাপ ডাউনলোড করা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]