39980

08/06/2025 মাদকাসক্ত ছেলের কোপে প্রাণ গেল বাবার

মাদকাসক্ত ছেলের কোপে প্রাণ গেল বাবার

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

৬ আগস্ট ২০২৫ ১৮:০৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকাসক্ত ছেলের কোপে দুলাল রুদ্র (৫০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তপন রুদ্রকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। নিহত দুলাল রুদ্র পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, তার ছেলে তপন রুদ্র একজন মাদকাসক্ত। কিছুদিন আগে স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। মাদকাসক্তির কারণে কাজ ছেড়ে দেন। এরপর থেকেই প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন। মঙ্গলবার সন্ধ্যায় মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান তপন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বাবাকে কোপান।

পরে স্থানীয় লোকজন দুলাল রুদ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা তপন রুদ্রকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]