১৯৭১ সালের ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ৭১-এ আপনারা যে ভুল করেছিলেন, তা সংশোধনের সুযোগ এখনো আছে। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছুটা হলেও মোচন হবে। কিন্তু যদি নির্বাচন প্রতিরোধে নামেন, তাহলে সেই ভুল আরও বড় হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, একসময় আন্দোলনের স্বার্থে বিএনপি আপনাদের পাশে ছিল। তখন আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। বিএনপি ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে দাঁড়িয়েছিল। সেটা মনে রাখলে সেটিই হবে দেশের জন্য কল্যাণকর।
বর্তমানে বিএনপিই একমাত্র দল, যার শিকড় সর্বত্র—এ দাবি করে দুদু বলেন, যেখানে ১০ জন, সেখানে ৬–৭ জন বিএনপির। আওয়ামী লীগ হারিয়ে গেছে। বিএনপি দাঁড়ালে পুলিশ-মিলিটারি ছাড়াই দেশ রক্ষা সম্ভব। তাই নানা অজুহাত ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি শুরু থেকেই এ উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকার নির্বাচন ঘোষণা করেছে, কমিশনও প্রস্তুতি নিচ্ছে। অথচ কেউ কেউ নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয়, দেশ অনিশ্চয়তায় পড়বে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তার সময়ে বিরোধী নেতাদের হত্যা ও দুর্ভিক্ষে মানুষের মৃত্যু ঘটেছে। যারা ৭২–৭৫ সাল দেখেনি, তারা শুধু বই পড়ে সবটা বুঝতে পারবে না।
সভায় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির বেপারী, এস. কে. সাদী, মোস্তফা কামাল মজুমদার ও বাবুল আহমেদ প্রমুখ।