40089

08/09/2025 ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে হাসিনা: রিজভী

ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট ২০২৫ ১৯:২৮

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না- এমন প্রশ্নও রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রিজভী এসব বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন। তিনি কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে হাসিনাকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানেই জঙ্গি— এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার। কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]