40117

08/09/2025 বাগেরহাটে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

বাগেরহাটে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

জেলা সংবাদদাতা, খুলনা

৯ আগস্ট ২০২৫ ১২:০৪

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুয়েলারি দোকানে সিন্দুক কেটে চুরি হওয়া প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। ওই চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়। পৃথক স্থান থেকে আরও দুজনকে আটকও করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

পুলিশ জানায়, গত ৪ তারিখ রাতে চিতলমারী উপজেলার সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ আগস্ট একটি মামলা দায়ের হয়। পরে জড়িত সন্দেহে ওই জুয়েলার্সের মালিক তাপসের প্রতিবেশি ও চিতলমারী বাজারের ইজারাদার এমাদুল খানকে গ্রেপ্তার করা হয়। এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী একই বাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে (২৪) আটক করা হয়।

নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস মন্ডল বলেন, আমার দোকান থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। এমাদুলের মতো লোক আমার দোকান চুরি করবে তা কখনো কল্পনা করতে পারিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, স্বর্ণের দোকানের চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]