40188

08/10/2025 বেড়াতে নেওয়ার কথা বলে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা!

বেড়াতে নেওয়ার কথা বলে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা!

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম

১০ আগস্ট ২০২৫ ১১:১০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বেড়াতে নেওয়ার কথা বলে এক শিশুকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মুরাদ হোসেন নামে ওই সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম তাসিন (৬)। সে লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

শিশু তাসিন জানায়, বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লবসহ তারা মা ববিতা বেগমের কাছে থাকত। ছয়-সাত মাস আগে তার মা ববিতা বেগমের সঙ্গে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাসিন তার মা ববিতা বেগমের সঙ্গে মুরাদের বাড়িতে ছিল।

জানা যায়, শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে নিয়ে বের হন। সারাদিন মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরে রাত ৯টার দিকে ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড়ে রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ। এ সময় ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটিকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, যদি দ্রুত উদ্ধার না করা যেত, শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এমন নিষ্ঠুর কাজ করার জন্য কঠোর শাস্তি হওয়া উচিত।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ আটক করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে মুরাদকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]