রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ইংল্যান্ড সিরিজে, আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দু’জনেই একসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান।
এদিকে ইংল্যান্ড সফরের পর আবার মাঠে ফিরতে এক মাস বাকি ম্যান ইন ব্লুদের। এই ফাঁকে গুঞ্জনের ঢেউ বইছে ভারতীয় ক্রিকেট মহলে। শিরোনামে আবারও দুই কিংবদন্তি – রোহিত-কোহলি।
বর্তমানে তাঁদের একমাত্র লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। অনেকে ধারণা করছেন, সেটিই হতে পারে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। কিন্তু, সবকিছু এতটা সহজ নয় বলেই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলা ওয়ানডে সিরিজটাই হতে পারে রোহিত ও কোহলির শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যদি তাঁরা সত্যিই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা করে থাকেন, তাহলে এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিজয় হাজারে ট্রফিতেও তাঁদের খেলতে হবে।
সম্প্রতি বিসিসিআই একটি নতুন নীতি গ্রহণ করেছে, যেখানে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে। ইংল্যান্ড সফরের আগে যেমন রোহিত ও কোহলিকে রনজি ট্রফিতে খেলতে বলা হয়েছিল, তেমনি এবারও তাঁদের একই অনুরোধ জানানো হতে পারে!
ভারতের ওয়ানডে দলে একের পর এক নতুন প্রতিভার আগমন ঘটছে। তরুণ ক্রিকেটাররা দারুণ পারফর্ম করছে, ফলে ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন থেকেই দল গঠনের পরিকল্পনা শুরু করেছে নির্বাচকরা। সেই পরিপ্রেক্ষিতেই হয়তো এবার সময় এসেছে ভবিষ্যতের কথা ভাবার। আগামী কয়েক মাসেই বোঝা যাবে ২০২৭ বিশ্বকাপের মঞ্চে আবার দেখা যাবে কিনা ‘হিটম্যান’ ও ‘কিং কোহলি’কে।
ভারতের পরবর্তী ওয়ানডে সূচি:
অক্টোবর ২০২৫- অস্ট্রেলিয়া সফর (পার্থ, অ্যাডিলেড, সিডনি)
ডিসেম্বর ২০২৫- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ
২০২৬ সালে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক ওয়ানডে সিরিজ