40231

08/10/2025 সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২৫ ১৫:৪৩

সীমান্ত এলাকায় নজরদারী বাড়াতে আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন।

এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর এবং ৮০টি পাবে দেশটির বিমানবাহিনী।

এই হেলিকপ্টারগুলো দিনরাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে বেসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।

মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (আরএফআই) জারি করেছে। এই প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে এবং তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে।

ভারত প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করছিল। তবে এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এই সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছে—যা সীমান্তে অভিযানে ও উদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে বলে দেশটির সশস্ত্রবাহিনী মনে করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]