পপ সম্রাজ্ঞী ম্যাডোনা মানবিক হৃদয়ের। ফিলিস্তিনের গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না তিনি। তাদের কষ্ট লাঘবে নব নির্বাচিত পোপ লিওর প্রতি জানিয়েছেন মানবিক আবেদন।
ইসরায়েলের হামলায় বলতে গেলে শ্মশান গাজা। বিষয়টি নিয়ে সোমবার (১১ জুলাই) এক ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা বলেন, ‘পরম পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না। পৃথিবীর শিশুরা সকলের।’
গায়িকা বলেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার। সময় বেশি নেই। দয়া করে বলেন যে আপনি যাবেন।’
দায়িত্ব নেওয়ার পর থেকেই পোপ লিও ফিলিস্তিনিদের সমর্থন করে বিবৃতি দিয়ে যাচ্ছেন। সে কারণেই হয়তো পপ রানি ভরসা করে জানালেন এমন আহ্বান। এ জন্য বেছে নিলেন ছেলে রোকোর জন্মদিন।
বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি মনে করি, একজন মা হিসেবে তাকে যে সেরা উপহার দিতে পারি—তা হলো গাজায় সংঘাতে আটকা পড়া নিষ্পাপ শিশুদের বাঁচাতে সকলকে তাঁদের সাধ্যমতো সাহায্য করার আহ্বান জানানো।’
তিনি আরও বলেন, ‘আমি কারও দিকে আঙুল তুলছি না, দোষারোপ করছি না কিংবা পক্ষ নিচ্ছি না। সবাই কষ্ট করছে। জিম্মিদের মায়েরাও। আমি প্রার্থনা করি যেন তারাও মুক্তি পায়।’