40524

08/13/2025 ইসরায়েল নিয়ে একা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের পাশে বিশ্বের দেড়শ দেশ

ইসরায়েল নিয়ে একা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের পাশে বিশ্বের দেড়শ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০২৫ ১৯:৩১

দখলদার ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ। গাজায় ইসরায়েলের হামলা, সাধারণ মানুষকে অভুক্ত রাখার কারণে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

এসব দেশ যুক্ত হওয়ায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলো ১৪৫টিরও বেশি দেশ।

ফিলিস্তিনকে এখন পর্যন্ত যেসব দেশ স্বীকৃতি দিয়েছে সেগুলোর বেশিরভাগই এসেছিল ১৯৮৮ সালে। সে বছর ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিল (পিএনসি) ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়। এরপর ১৯৯০, ২০০০ এবং ২০১০ সালের দিকে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

এরপর ২০২৩ সালে ইসরায়েল যখন গাজায় বর্বরতা শুরু করে তখন ইউরোপের দেশগুলো স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। একইপথে হাঁটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোস, জ্যামাইকা।

নতুন করে ইউরোপের শক্তিশালী যে অবস্থান নিয়েছে এতে করে ফিলিস্তিনের পক্ষের শক্তি আরও বেড়েছে। অপরদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো থেকেও একা হয়ে পড়েছে।

তবে তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে।

সূত্র: সিএনএন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]