40653

08/16/2025 আলাস্কা বৈঠকের আগে পুতিনের ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আলাস্কা বৈঠকের আগে পুতিনের ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট ২০২৫ ২১:০৩

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে দেশটির ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প জানান, আলাস্কার অ্যাঙ্কোরেজে যাওয়ার পথে লুকাশেঙ্কোর সঙ্গে তার ‘দারুণ’ আলাপ হয়েছে। বন্দি মুক্তির জন্য ধন্যবাদ জানাতে এই ফোনালাপ হয়।

তিনি আরও জানান, পুতিনের আসন্ন আলাস্কা সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে লুকাশেঙ্কোর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেন ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধের সময় মস্কোর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়েছে বেলারুশের । লুকাশেঙ্কো সাধারণভাবে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। এর কারণগুলো হলো— ইউক্রেন যুদ্ধের সময় বেলারুশ রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক হয়েছে। এছাড়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণের অংশ বেলারুশের ভূখণ্ড থেকে শুরু হয়েছিল।

পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন, যা দুই দেশের সামরিক জোটকে আরও মজবুত করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে লুকাশেঙ্কো মস্কোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]