40655

08/16/2025 ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে রাশিয়ার সঙ্গে ব্যবসার সুযোগ দেখছেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে রাশিয়ার সঙ্গে ব্যবসার সুযোগ দেখছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট ২০২৫ ২১:৩৪

আলাস্কা যাত্রার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্কের কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সম্ভাব্য ব্যবসায়িক আলোচনা সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়েছেন — তবে বলেছেন, এটি তখনই সম্ভব হবে। যদি শান্তি অর্জনের ক্ষেত্রে অগ্রগতি হবে।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি দেখেছি তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন, এবং এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়, কিন্তু যুদ্ধ সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা শুরু করবে না।’

তিনি পুনরায় প্রশ্নের জবাবে বলেন, ‘যদি আমরা অগ্রগতি করি, আমি তা নিয়ে আলোচনা করব, কারণ এটা তাদেরও আগ্রহ; তারা আমার তৈরি অর্থনীতির অংশ হতে চায়।’

ট্রাম্প আরও জানান, তিনি বিশ্বাস করেন আজকের আলাস্কা শীর্ষ সম্মেলন থেকে ‘কিছু না কিছু ফল বেরাবে।’

তিনি বলেন, ‘তিনি (পুতিন) একজন বুদ্ধিমান ব্যক্তি। দীর্ঘদিন ধরে এটা করছেন, আমি ও দীর্ঘদিন ধরে করছি। আমরা প্রেসিডেন্ট হিসেবে এখানে আছি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক এবং পারস্পরিক সম্মান রয়েছে, এবং আমি মনে করি, কিছু ফল অবশ্যই আসবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায়, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ারোভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান ও সিনিয়র অর্থনৈতিক আলোচক কিরিল ডিমিত্রিভ উপস্থিত থাকবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]