40705

08/17/2025 ‘ক্রিকেটীয় কাজের জন্য তার যোগ্যতা নেই’

‘ক্রিকেটীয় কাজের জন্য তার যোগ্যতা নেই’

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৫ ১৬:১৩

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সময়ে নেতৃত্ব ও কোচিং স্টাফে ঘনঘন পরিবর্তন চোখে পড়ার মতো। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত বদলে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

নাকভির নেতৃত্বে পিসিবি একাধিকবার অধিনায়ক ও কোচিং স্টাফে পরিবর্তন এনেছে, যা নিয়ে অসন্তুষ্ট অনেকেই। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এই বিষয়ে সরব হয়েছেন সবচেয়ে জোরালোভাবে। স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি নাকভিকে ব্যর্থ প্রশাসক হিসেবে অভিহিত করেছেন।

হাফিজ বলেন, ‘আমি জানি না নাকভি আসলে কোন কাজে ভালো। কিন্তু এটুকু বলতে পারি, ক্রিকেটের জন্য তিনি মোটেও ভালো নন। তিনি দেশের ক্রিকেটে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেননি।”

নেতৃত্বে ঘনঘন পরিবর্তনের কড়া সমালোচনা করে হাফিজ বলেন, ‘দার সময়ে পাঁচজন অধিনায়ক বদল হয়েছে, পুরো কোচিং স্টাফ বদল হয়েছে। একটার পর একটা ভুল হচ্ছে। আগে করা ভুল শুধরে নেওয়ার আগেই আরেকটি ভুল করা হচ্ছে। এতে বোঝা যায়, নাকভির ক্রিকেট বিষয়ে কোনো যোগ্যতা নেই।’

পাকিস্তান ক্রিকেটের লক্ষ্যহীনতা নিয়েও হতাশ হাফিজ। তার মতে,‘বড় সমস্যা হলো, আমাদের ক্রিকেটে কোনো স্পষ্ট লক্ষ্য নেই। ম্যানেজমেন্ট বদলালে দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর অধিনায়ক বদলালে মাঠের পারফরম্যান্সেও বড় রকমের প্রভাব পড়ে।’

মোহসিন নাকভি বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। রাজনীতির ছত্রছায়ায় পিসিবির চেয়ারে বসা এই প্রশাসক ক্রিকেটীয় সিদ্ধান্ত গ্রহণে যে কতটা অযোগ্য, সেটাই তুলে ধরেছেন হাফিজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]