40816

08/18/2025 মাইলস্টোন ট্র্যাজেডি: বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি অভিভাবকদের

মাইলস্টোন ট্র্যাজেডি: বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৫ ১৬:৩৭

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সরকারের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন অভিভাবকরা। প্রত্যেক নিহতের জন্য পাঁচ কোটি এবং আহতের জন্য এক কোটি টাকা চাওয়া হয়েছে।

এছাড়া ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষের কাছেও। প্রতি নিহত বাচ্চার জন্য দুই কোটি এবং আহত বাচ্চার জন্য এক কোটি টাকা করে দিতে হবে তাদের।

রোববার (১৭ আগস্ট) দুপুরে মাইলস্টোনের ভেতরে এক সংবাদ সম্মেলন করে সরকার ও স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের এই দাবির কথা জানান অভিভাবকরা।

তার আগে মাইলস্টোনের প্রিন্সিপাল বরাবর ৯ দফা দাবিতে অভিভাবকরা স্মারকলিপি দিতে চাইলেও তা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

স্মারকলিপিতে যেসব দাবি করা হয়েছে

১. বিমান দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে;
২. সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।
৩. সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে।
৪. স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য দুই কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে।
৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)।
৬. কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার করতে হবে।
৭. স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ অভিভাবকদের দেখাতে হবে।
৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।
৯. নিহত শিক্ষার্থীর বাবাকে যে শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, সেই শিক্ষককে অপসারণ করতে হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১২টার একটু পর অভিভাবকরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে বাধার মুখে পড়েন। পরবর্তীতে তারা জোর করে স্কুলে প্রবেশ করে কনফারেন্স রুমে কর্তৃপক্ষের জন্য অপেক্ষায় থাকেন। কিন্তু মিডিয়ার উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ স্মারকলিপি নিতে রাজি হননি।

এছাড়া স্মারকলিপির বিষয়ে মিডিয়ার সঙ্গে কোনো ধরনের কথা বলতেও রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]