40835

08/18/2025 শুল্ক নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র আলোচনা বাতিল

শুল্ক নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র আলোচনা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১৯:০৩

শুল্ক নিয়ে আলোচনার জন্য আগস্টের শেষে ভারতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আসার থাকলেও এই বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য আমদানিতে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বৈঠকটি বাতিল হওয়ায় এই সময়ের আগে দুই দেশের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা কমে গেল।

নয়াদিল্লিতে ২৫ থেকে ২৯ আগস্ট নির্ধারিত বৈঠক বাতিলের কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও। তবে আলোচনা পরে হতে পারে, জানিয়েছে এনডিটিভি।

প্রস্তাবিত বাণিজ্য চুক্তির জন্য এই বৈঠক অন্য কোনো তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। তবে সেটি কবে হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

নয়াদিল্লির মার্কিন দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে বাড়তি আর কোনো তথ্য নেই। অন্যদিকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বার্তা সংস্থাটির পাঠানো ই-মেইলের কোনো উত্তর দেয়নি।

ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ২৭ আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য আমদানিতে মোট শুল্কের পরিমাণ বেড়ে হবে ৫০ শতাংশ। এই হার যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ।

২০২৪ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য ও সেবা মিলিয়ে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২১ হাজার ১২৩ কোটি ডলার। তার মধ্যে ভারতের রফতানির পরিমাণ ছিল ১২ হাজার ৮৯০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রুশ তেল কেনার জন্য দেশটিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]