40870

08/18/2025 সালমান ঘনিষ্ঠ ইউটিউবারের বাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজ ফাঁস

সালমান ঘনিষ্ঠ ইউটিউবারের বাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজ ফাঁস

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট ২০২৫ ১২:১৯

সালমান খান ঘনিষ্ঠদের ওপর একের পর এক হামলা। এর আগে লন্ডনে কপিল শর্মার রেস্টুরেন্টে দুই বার হামলার ঘটনা ঘটেছে। এবার ইউটিউবার এলভিস যাদবের বাড়িতে গুলি। গতকাল রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গেছে, তিন বাইক-আরোহী এলভিসের বা়ড়ির সামনে এসে পর পর গুলি ছুড়তে থাকে। হাড়হিম করা সেই ভিডিয়ো দেখে উদ্বেগ ছড়িয়েছে নেটাগরিকদের মধ্যে।

কপিলের পর এলভিসের বাড়িতে হামলায় অনেকে ভেবেছিলেন কাজটি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। তবে সবাইকে অবাক করে দিয়ে দায় স্বীকার করে ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। তাদের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন এলভিস। এজন্য তাকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয়েছে তার বাড়ির সামনে।

রোববার (১৭ আগস্ট) ভোরে এলভিসের বাড়ির বাইরে থেকে তিনজন মুখোশধারী এলোপাথাড়ি গুলি চালায়। হামলাকারীরা দুই রাউন্ড গুলি চালায়। তবে জানা যায় সেসময় এলভিস বাড়িতে ছিলেন না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]