40965

08/19/2025 জানা গেল কবে বিয়ে করছেন রোনালদো

জানা গেল কবে বিয়ে করছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট ২০২৫ ১২:২০

টানা ৯ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সেই প্রস্তাবে তিনি যে ‘হ্যাঁ’ বলেছেন, সেটা এরই মধ্যে সবাই জেনে গেছেন। হ্যাঁ বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাতে ঝলমলে আংটি পরা ছবি শেয়ার করেছেন জর্জিনা। তখন থেকেই রোনালদো-ভক্তদের মনে প্রশ্ন, এই দুজনের বিয়ে কবে?

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ এখনো জানা যায়নি। তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান ভেতরের কিছু খবর দিয়েছেন। শুধু কবে বিয়ে হবে তা-ই নয়, কোথায় হবে সেই অনুষ্ঠান আর রোনালদো প্রস্তাব দেওয়ার সময় কী কী উপহার দিয়েছেন- এগুলো সবই জানিয়েছেন তিনি।

গুজমান জানিয়েছেন, আংটি ছাড়াও জর্জিনাকে মূল্যবান আরও কিছু উপহার দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘রোনালদো শুধু আংটি দেননি। একটি পোরশে গাড়ি দিয়েছেন। ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি দামি ঘড়ি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও দিয়েছেন, যার দাম ৩০ হাজার ইউরোর বেশি।’

বিয়ে নিয়ে খুব সাবধানে এগোচ্ছেন রোনালদো। কাউকেই পরিকল্পনা আগাম জানতে দিতে চান না তিনি। এ প্রসঙ্গে গুজমান বলেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। তারা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’

দুজনের বিয়ে যে আগামী বছরের জুলাইয়ের আগে হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। গুজমান বলেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে চান।’

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান। তার ভাষায়, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা রোনালদোর নিজের দেশ পর্তুগালেই হতে পারে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]